ছোট পর্দার অভিনেত্রী সৌমিতৃষা অভিনয় জগতে পা রেখেছেন বিভিন্ন ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে।কোথাও খলনায়িকার ভূমিকায় বা কোথাও নায়িকার ভূমিকায় তিনি অভিনয় করেছেন।কিন্তু সেই ভাবে কখনো দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি। মিঠাই নামক সিরিয়ালটির মধ্যে দিয়ে তিনি বাংলার দর্শকদের মনে যথেষ্ট জায়গা করে নেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। আর এর পরেই তার সুযোগ আসে বড় পর্দায় প্রধান নামক সিনেমাটিতে অভিনয় করার।
এই মিঠাই নামক সিরিয়ালটি অভিনয়ের মধ্যে দিয়ে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন সেরকমভাবে নানা রকম ভাবে তিনি পুরস্কৃত হয়েছেন কিন্তু তিনি নাকি এই মিঠাইকে আর মনে রাখেননি এরকমই এক বক্তব্যও তিনি তার এক সাক্ষাৎকারে বলেন।
তিনি মনে করেন নতুন কোন চরিত্রে অভিনয় করতে গেলে পুরনো চরিত্রকে ভুলে যেতে হয়, নইলে নতুন চরিত্রে নিজেকে ঠিকভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয় না। আর সেই কারণে প্রধান সিনেমাটিতে নিজেকে ঠিকমতো ফুটিয়ে তুলতে গেলে মিঠাইকে ভুলে যাওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তার এই বক্তব্যের ফলে দর্শকদের মনে দুরকম বক্তব্যের সৃষ্টি হয়েছে। একাংশ মনে করেন যে যেই চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল তাকেই তিনি ভুলে গেছেন এতে তার ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে এবং আরেক অংশ মনে করেন যে এক্ষেত্রে সৌমিতৃষার বক্তব্যই ঠিক। কেননা পুরনো কে ধরে বসে থাকলে কখনো সামনের দিকে এগিয়ে চলা সম্ভব নয়