লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীতে সরকারি, মডেল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল (এনইজিএস) -এ সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের নিয়ম জারি করেছে।এবারই প্রথম সরকারি স্কুলে নিয়োগের জন্য বিএড বাধ্যতামূলক করা হয়েছে।
নিয়োগ পিএসসি-র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর ভিত্তিতে হবে।সব মিলিয়ে দেড় হাজার শূন্যপদ পূরণ করা হবে।
হিন্দু, হেয়ার, সংস্কৃতের মতো ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষকদের অভিযোগ, তাদের স্কুলগুলোকে অন্য স্কুলের সাথে একই নিয়োগ নীতির আওতায় আনা তাদের কৌলীন্য নষ্ট করবে।
কারণ, এই স্কুলগুলোতে ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অথরিটি) হলেন স্কুলের প্রধান শিক্ষক, যেখানে অন্য স্কুলগুলোতে ডিডিও হলেন জেলা বিদ্যালয় পরিদর্শক বা মহকুমাশাসক।ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষকদের আশঙ্কা, বিআরজিএফ প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হলে তাদের বেতন কীভাবে দেওয়া হবে।