জল ঘোলা আরো বাড়ল রাজ্য আসনের সমঝোতা নিয়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে জানা গেল কংগ্রেস অনেক বড় দল তাই তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কংগ্রেসের জন্য অপেক্ষা করতে করতে উষ্মা বাড়াচ্ছে বাম শিবিরের অন্তরে। কংগ্রেস কি আদৌ বাম শিবিরের হাত ধরবে?
প্রদেশ নির্বাচক কমিটির বৈঠকে এ আইসিসি পর্যবেক্ষকদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার নির্দেশিকা না দিলে বাংলায় তারা এগোতে পারছেন না। তলে তলে তৃণমূলের সঙ্গে সমঝোতার চেষ্টা ইআইসিসি এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে চলছে নতুন জল্পনা!
এই আবহে কুনাল ঘোষ মন্তব্য করেছেন বামফ্রন্টের যদি ক্ষমতা থাকে তাহলে একা লড়ে দেখাক। কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী পাল্টা জবাবে বলেন তৃণমূল ভয় পাচ্ছে কংগ্রেসে এবং বামের জোটকে।