সৌমিতৃষা কুণ্ডু – কৃষ্ণভক্ত, কিন্তু শিব ঠাকুরে ভয়! সৌমিতৃষা কুণ্ডু, যাকে আমরা সকলেই ‘মিঠাই’ নামে চিনি, একজন প্রখ্যাত বাংলা টেলিভিশন অভিনেত্রী। ‘মিঠাই’-এর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।
কৃষ্ণভক্ত হিসেবে পরিচিত এই অভিনেত্রী বাস্তব জীবনে পূজা-অর্চনায় বেশ আগ্রহী। তিনি বহুবার বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের আরাধনা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, শিব ঠাকুরে সৌমিতৃষার ভয়! শিব পুজোয় ভয় কেন?
সৌমিতৃষা বলেন, তার এক পরিচিত ব্যক্তি ভীষণ ভক্তি সহকারে শিবপুজো করতেন। কিন্তু তার স্বামী ছিলেন খুব খারাপ। এই ঘটনার প্রভাবে ছোটবেলা থেকেই ‘সৌমি’র মনে শিব ঠাকুরের প্রতি ভয় তৈরি হয়েছিল।
তবে সৌমিতৃষা জানান, তার এই ভয়ের পর্ব এখন মিটে গেছে। গত তিন বছর ধরে তিনি নিয়মিত শিবরাত্রি পালন করছেন। সৌমিতৃষার মতে, তিনি স্বপ্নে শিবের সাথে কথা বলেছেন। এই স্বপ্নের প্রভাবেই তিনি শিবরাত্রি পালন করার সিদ্ধান্ত নেন।