সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে এসেছে নতুন অতিথি। তার নাম উলুপী। কে এই উলুপী? না, মিথিলার কথা হচ্ছে না। উলুপী হচ্ছে সৃজিতের আদরের পোষা পাইথন।
কিছুদিন আগেই সুদূর আমাজনের জঙ্গল থেকে উলুপীকে বাড়ি নিয়ে এসেছেন পরিচালক। শুক্রবার, নারী দিবস এবং শিবরাত্রির দিনে উলুপীর মিষ্টি এক ছবি শেয়ার করেন সৃজিত। ছবির ক্যাপশনে লেখেন, ‘সে হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’।
সৃজিতের দীর্ঘদিনের সাপ পোষার শখ ছিল। বন দপ্তরের অনুমতি এবং নথিপত্র সঙ্গে নিয়ে উলুপীকে বাড়ি নিয়ে আসেন তিনি। প্রথমে উলুপীর ছবি শেয়ার না করলেও তার নাম জানিয়ে লেখেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।”
মহাভারতের সূত্র ধরেই নিজের প্রিয় পাইথনের নাম উলুপী রেখেছেন সৃজিত। মহাভারতে উলুপী ছিলেন একজন নাগকন্যা এবং অর্জুনের স্ত্রী।