মোদির সফরের মধ্যেই ঠিক সম্প্রদায়ের মানুষেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দ্রুত সাক্ষাৎকারের দাবি জানিয়েছেন। তারাই বিতর্কে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছেন। এমন কি শিখ সম্প্রদায়ের মানুষেরা কলকাতা রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে ধরনায় বসেন। এমনকি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানান।
বিজেপি বিধায়কদের একদল সন্দেশখালিতে অশান্তি চলাকালী পরিদর্শনে যায়। তার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে যাবার পথে ধামাখালি তে আটকায় বিজেপি নেতাদের। আর তারই মধ্যে ছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে স্পেশাল সুপার আইপিএস অফিসার যশপ্রীত সিং তার মাথায় পাগড়ি থাকায় শুভেন্দু তাকে ওটা খলিস্তানি বলে উল্লেখ করেছেন।
আর সেখানেই দু পক্ষের মধ্যে পাল্টা তর্কাতর্কি চলে। শুভেন্দু অধিকারীর মন্তব্যে তীব্র ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী তার টুইটারের এক্স হ্যান্ডেল এ লেখেন বিজেপির মতে পাকড়ি পরা কেউ হলেই সে খলিস্তানি হয়ে যায়। তারা তারা শিখদের দেশের প্রতি ভালোবাসা বলিদান সব ভুলে গিয়েছেন। কেউ যদি বাংলার শান্তি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।