কৃষ্ণভক্ত সৌমিতৃষা ২৫ ফেব্রুয়ারি ছিল জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও তিনি বৃন্দাবনে কাটিয়েছেন এই বিশেষ দিন। কৃষ্ণভক্ত সৌমিতৃষা জন্মদিন পালন করেছেন রাধাবেশে, কৃষ্ণের মতো হলুদ পোশাক পরে।
সারাদিন উপোস থেকে সৌমিতৃষা নিজের হাতে ধুয়ে পরিষ্কার করেছেন মন্দিরের চৌকাট। বন্দনা করেছেন ঈশ্বরের। তাঁকে সাজিয়ে দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের গলার মালায়। কপালে হলুদ-চন্দন তিলক। খালি পায়ে তিনি পৌঁছেছেন গোরুর বাথানে। নিজে হাতে খাওয়ান তাদের। তারপর নিরামিষ অন্ন মুখে করেছেন। জন্মদিনের দিন তিনি নিরামিষ কেক কেটেছেন।
ছোট থেকেই শ্রীকৃষ্ণের প্রতি প্রেম সৌমিতৃষার। শ্রীরাধার প্রতিও তাঁর আকর্ষণ। সৌমিতৃষার অভিযোগ, শ্রীরাধা কী সুন্দর তাঁর আরাধ্য দেবতার পাশে স্থান পেয়েছেন। অথচ এই জায়গা তো তাঁর পাওয়ার কথা। যা বাস্তবে ঘটলে আজ তিনি শ্রীকৃষ্ণের গা ঘেঁষে বসে বাঁশি শুনতেন। সেই অভাব মেটাতেই অন্তরে রাধাভাব নিয়ে অভিনেত্রী নিজেকেই সাজান কৃষ্ণবেশে।