যুদ্ধের অস্ত্র যেমন বন্দুক-গোলা-বারুদ, তেমনি শান্তির অস্ত্র হল শিল্প। কবিতা, ছবি, গান – এই সবই শান্তির বাণী ছড়িয়ে দিতে পারে।
১৯৬২ সালে, চিন-ভারত যুদ্ধের সময়, ১০ বছর বয়সী পঙ্কজ উদাস প্রথমবার গান গেয়েছিলেন। দাদা মনোহর উদাসের এক অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের গাওয়া ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গানটি পরিবেশন করেছিলেন তিনি।
১৯৫১ সালে গুজরাটের জেটপুরে জন্মগ্রহণ করেন পঙ্কজ। বাবা কেশুভাই উদাস এবং মা জিতুবেন তিন সন্তানকেই সঙ্গীতের তালিম দিয়েছিলেন।