তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই। তৃণমূল ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে।
ইডি শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না।রাজ্য পুলিশের এফআইআরে আদালত স্থগিতাদেশ দিয়েছে।বিজেপি ‘রাজনৈতিক আখ্যান’ তৈরি করছে।
মমতার পুলিশই শাহজাহানকে গ্রেফতার করতে পারে।সন্দেশখালির দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।তৃণমূল লিজ়ের জমির টাকা ফিরিয়ে দিচ্ছে।
অভিষেকের বক্তব্যের মাধ্যমে তৃণমূল ‘দলের বাইরে’ বার্তা দিতে চাইছে।আদালতের স্থগিতাদেশই মূল জট।