কলকাতা পুলিশে দ্বিতীয় দফায় কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় মোট ৩,৭৭০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ২৭০টি আসন।
কলকাতা পুলিশের বাহিনীতে কর্মী সংকট রয়েছে। দীর্ঘদিন ধরে কনস্টেবল পদে কোনও নিয়োগ হয়নি। এছাড়াও, সম্প্রতি ভাঙড়ের চারটি থানা ও একটি ট্র্যাফিক গার্ড কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়। ফলে বাহিনীতে আরও কর্মী সংকট তৈরি হয়েছে।
দ্বিতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চাইছেন পদস্থ পুলিশ কর্তারা। তাতে বাহিনীতে কর্মী সংকট কিছুটা মিটবে বলে মনে করা হচ্ছে।
প্রথম দফায় কনস্টেবল নিয়োগের ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলছে। এই দফায় ১৫০০ পুরুষ ও ৭০০ মহিলাকে নিয়োগ করা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণদের বাধ্যতামূলকভাবে কনস্টেবলের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে মিলবে নিয়োগপত্র।