পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদে সাড়ে ৭ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৬ হাজার ৬৫২ এবং পঞ্চায়েত সমিতিতে ৫৬৪টি শূন্যপদ রয়েছে। স্থায়ী কর্মী হিসাবেই তাঁদের নিয়োগ করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “এই কর্মী নিয়োগের ফলে পঞ্চায়েতস্তরে উন্নয়নের কাজ তরান্বিত হবে। কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চিত করছে। তবুও মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
এছাড়াও, মন্ত্রিসভার বৈঠকে ‘উদ্বাস্তু কলোনি’র নাম বদলের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে এসব এলাকার নাম হবে ‘স্থায়ী ঠিকানা’। আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছিলেন, সবাই তাঁদের উদ্বাস্তু বলেন। এই সব এলাকার নাম এতদিন ছিল উদ্বাস্তু কলোনি। কিন্তু এখন থেকে তাঁর নাম স্থায়ী ঠিকানা করা হল।”