বর্ধমানের শ্যামলাল এলাকার বাসিন্দা পূজা ভৌমিক। একসময় তিনি ছিলেন একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। তিনি হৈমন্তী শুক্লা, মান্না দে, লোপামুদ্রা মিত্র, আরতি মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতেন। কিন্তু দুর্ভাগ্যের কবলে পড়ে তিনি এখন সংসারের হাল ধরতে চায়ের দোকান চালাচ্ছেন।
পূজা দেবীর স্বামী বিজন ভৌমিক। তিনিই পূজাকে অনুষ্ঠানে নিয়ে যেতেন। কিন্তু এক দুর্ঘটনায় বিজন ভৌমিকের পা ভেঙে যায়। এরপর থেকে তিনি আর অনুষ্ঠানে যেতে পারেন না। পূজাও স্বামীর সঙ্গে দোকানে বসতে বাধ্য হন।
পূজা দেবী এখনও গান গাওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, “পুরনো দিনের কথা মনে করলে খুব কষ্ট হয়, ওই দিনগুলি আর ফিরে পাব না। তবে এখনও সুযোগ পেলে অনুষ্ঠান করব। বাড়িতে নিয়মিত চর্চা রয়েছে।”
পূজা দেবীর জীবনের গল্প আমাদের শেখায় যে, জীবনে সবসময় ভালো সময় থাকে না। কখনও কখনও দুর্ভাগ্য আমাদের জীবনে নেমে আসে। কিন্তু সেই দুর্ভাগ্যের মুখেও হাল ছাড়লে চলবে না। পূজা দেবীর মতোই আমাদেরও পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।