পশ্চিমবঙ্গের আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। মঙ্গলবার সন্ধ্যায় মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবকে নিয়ে তৈরি এই মোমের মূর্তিটি তৈরি করতে দেড় মাস সময় লেগেছে। মূর্তিটিতে দেবের পোশাক, চুল, দাড়ি, হাসির ভঙ্গি সবই খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মূর্তি উন্মোচনের পর দেব বলেন, “সুশান্ত রায় আমার বাড়িতে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন যে তিনি আমার মূর্তি তৈরি করতে চান। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে অনুমতি দিয়েছি। আজ আসানসোলে এসেছিলাম নিজের সিনেমার শুটিংয়ের জন্য স্পট বাছাই করতে। সেখান থেকে সুশান্তের বাড়িতে গিয়েছিলাম এবং মূর্তি উন্মোচন করেছি।”
শিল্পী সুশান্ত রায় বলেন, “দেবের বাড়িতে গিয়ে তার অনুমতি এবং মাপ নিয়ে এই মূর্তি তৈরি করেছি। মূর্তিটি তৈরি করতে দেড় মাস সময় লেগেছে। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে মূর্তি উন্মোচন করার কথা ছিল, কিন্তু সেদিন তিনি সময় দিতে পারেননি। তাই আজ উন্মোচন করা হল।”