২০২০ সালের এপ্রিল মাস থেকে আমাজন প্রাইমে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। ফুলেরার গ্রাম ও তার ‘সচিবজি’র গল্পে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। দ্বিতীয় মরশুমেও এর ব্যতিক্রম হয়নি। সেই মরশুম প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় তৃতীয় মরশুমের অপেক্ষা।
সূত্রের খবর অনুযায়ী, ১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ‘পঞ্চায়েত সিজন ৩’। কিন্তু তা এখনও মুক্তি পায়নি। এখনও ‘পঞ্চায়েত’-এর দুটি মরশুমই OTT প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।
প্রথম মরশুমে ফুলেরাতে যে মজার ঘটনাগুলো ঘটেছিল, তা দ্বিতীয় মরশুমে আরও জমজমাট হয়েছিল। হালকা প্রেমের ছোঁয়া সিজন দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। পরিচালক দীপক কুমার মিশ্র নিজে সিরিজের তৃতীয় মরশুম আনার কথা জানিয়েছিলেন। অভিনেতা জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকাদের শুটিংও নাকি শেষ। তাহলে কেন ‘পঞ্চায়েত সিজন ৩’ দেখা যাচ্ছে না?
সূত্রের খবর অনুযায়ী, নির্মাতারা সিরিজের প্রচারে আরও একটু সময় নিতে চান। ফুলেরার নতুন কাহিনি সঠিকভাবে প্রচার না করে তারা প্রকাশ্যে আনতে চান না। আর এর জন্য ঠিকঠাক প্ল্যানিং প্রয়োজন। সেই প্ল্যানিং করার জন্য আবার চাই সময়। ফলে সঠিক সময় বুঝেই ‘পঞ্চায়েত সিজন ৩’ প্রকাশ করা হবে।