পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই তল্লাশিকে কেন্দ্র করে রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে।
তাপস রায় বরাহনগরের তৃণমূল বিধায়ক। তিনি বিধানসভার উপ মুখ্যসচেতক। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এমনকি বিরোধী নেতারাও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন না।
তবে শুক্রবার ইডির তল্লাশি তাপস রায়কে বিস্মিত করেছে। তিনি বলেছেন, “আমি চিরকাল অর্থের বিনিময়ে চাকরি দেওয়া বা ছাত্রভর্তির বিরুদ্ধে। এ কথা সর্বজনবিদিত। আমার বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এল, এটা কী করে হতে পারে!”
তাপস রায়ের দাবি, তাঁর বাড়িতে তল্লাশি আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। তিনি বলেন, “সিপিএম জমানাতেও আমার সঙ্গে লড়াই হয়েছে। টানা ৪২ মাস লড়াই চলেছে। কিন্তু কখনও আমার বাড়িতে পুলিশ আসেনি।”