জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রধান চরিত্র জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুরের কেমিস্ট্রিতে মজে দর্শক। এই কেমিস্ট্রির কারণেই জগদ্ধাত্রী এখনো টিআরপি লিস্টে বিশেষ নিচে নামেনি।
গত পর্বে দেখা গেছে, কৌশিকী নাকি জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। এই কথা শুনে রাজনাথ তার ছেলে উৎসবকে শাসন করতে শুরু করে। উৎসব তার বাবাকে শাট আপ বলে। এটা শুনে রাজনাথ রেগে যায় এবং উৎসবকে অপমান করে।
এই সময় জগদ্ধাত্রী এসে রাজনাথকে থামায়। সে বলে, “চাপকে সোজা করে দিতে। সে না পারলে জগদ্ধাত্রী নিজেই পারবে।” বৈদিহি মুখার্জি বারে বারে বলছে তার ছেলেকে যেন অপমান না করা হয়।
জগদ্ধাত্রী মনে করছে পুরোহিত মশাই সত্যি কথা বলছে না। সে তার কাছ থেকে কিভাবে কথা বার করতে হয় সে সব রকম চেষ্টা করছে।
মেহেন্দি ভয় পেয়ে গেছে। সে তার শাশুড়ি মা এবং উৎসবের কাছে জানাচ্ছে যে, অফিসে গিয়ে প্রথমেই সে চেয়েছিল বরদি অর্থাৎ কৌশিকীকে চেয়ার থেকে সরাতে এবং বদনাম করে দিতে। কিন্তু ঘোষ বাবু তিনি বলে দিয়েছেন মেহেন্দির নাম।