বাংলায় লোকসভা নির্বাচনের আগে বিজেপির টিকিট বিতরণ নিয়ে টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যেই প্রকাশ্যে এসেছে দলের শীর্ষনেতাদের জমা দেওয়া খসড়া প্রার্থী তালিকা। তাতে বেশ কিছু চমক রয়েছে।
মিঠুন চক্রবর্তী যাদবপুরে
প্রথমেই চমক হল অভিনেতা মিঠুন চক্রবর্তীর টিকিট পেতে পারেন যাদবপুর আসনে। এই আসনটি তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। তবে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তায় এই আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনাকে কাবু করতে পারে বলে মনে করছে বিজেপি।
অঞ্জনা বসু মেদিনীপুরে আরেকটি চমক হল অভিনেত্রী অঞ্জনা বসুর টিকিট পেতে পারেন মেদিনীপুর আসনে। এই আসনটিতে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে অঞ্জনা বসুর নাম উঠে এসেছে।
রূপা গঙ্গোপাধ্যায় বারাসতে এছাড়াও খসড়া তালিকায় রয়েছে আরও বেশ কিছু চমক। যেমন, রূপা গঙ্গোপাধ্যায়কে বারাসত আসনে টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই আসনটিতে তৃণমূলের মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন রূপা গঙ্গোপাধ্যায়।
এছাড়াও যাদের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও খসড়া তালিকায় যারা টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে রয়েছেন:
* সুকান্ত মজুমদার (বালুরঘাট)
* লকেট চট্টোপাধ্যায় (হুগলি)
* সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর)
* জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া)
* দুধকুমার মণ্ডল (বীরভূম)
* শ্রীরূপা মিত্র চৌধুরি (জঙ্গিপুর)
* মাফুজা খাতুন (বহরমপুর)
* সজল ঘোষ (উত্তর কলকাতা)
* সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (কৃষ্ণনগর)
* অর্চনা মজুমদার (রানাঘাট)
* দেবজিৎ সরকার (শ্রীরামপুর)
* শমীক ভট্টাচার্য (বসিরহাট)
* শান্তনু ঠাকুর (বনগাঁ)
* বিপ্লব মিত্র বা মনোজ বন্দ্যোপাধ্যায় (বারাকপুর)
* রাহুল সিনহা বা রিমঝিম ঘোষ (দমদম)
* মোহন সরকার (জয়নগর)
* দিলীপ জাটুয়া (মথুরাপুর)