ভারত

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে বড় সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের! নিষিদ্ধ করা হল মদ-মাংস

 

আগামী ২৬ আগস্ট রামমন্দির উদ্বোধনের দিন ঘনিয়ে আসছে। এই বিশেষ দিন উপলক্ষে অযোধ্যায় সাজ সাজ রব চলছে। মন্দির সংলগ্ন এলাকায় প্রস্তুতি চলছে পুরোদমে। এই সময় মন্দির সংলগ্ন এলাকায় মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করেছে উত্তরপ্রদেশ সরকার।

উত্তরপ্রদেশের আবগারি ও নিষেধাজ্ঞা মন্ত্রী নীতীন আগরওয়াল জানিয়েছেন, অযোধ্যার ৮৪ কোসি পরিক্রমা মার্গে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই এলাকায় যেসব দোকান মদ ও মাংস বিক্রি করত, সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। ১৫০-১৭৫ কিমি দীর্ঘ এই রাস্তায় সম্পূর্ণভাবে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও, মন্দির সংলগ্ন এলাকায় মাংস বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।

রামমন্দির উদ্বোধনের দিন দেশজুড়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বিরোধী দলগুলির বিধায়ক-সাংসদদেরও উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। খেলার দুনিয়ার তারকাদের মধ্যে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিসহ অনেককেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.