নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা, গঙ্গাসাগর মেলা। এই মেলায় প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী সারা দেশ থেকে আসেন। ২০২৪ সালের মেলাটি আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন, বাস ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ১৫-১৬টি অতিরিক্ত বাস চলবে। সব মিলিয়ে ২ হাজার ২৫০টি সরকারি বাস যাতায়াত করবে। চলবে অতিরিক্ত ৬৬টি ট্রেন। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। ২২টি জেটিকে মজবুত করা হচ্ছে।
শুধু যাতায়াতের ব্যবস্থা নয়, মেলার নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে ১ হাজার ১৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। থাকছে জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় পর্যাপ্ত পুলিশ থাকবে। ২ হাজার ৪০০ জন সিভিল ডিফেন্সের কর্মী এবং প্রচুর সিভিক ভলান্টিয়ারও থাকবেন।
এছাড়াও, মেলায় গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা দেওয়া হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।