বছরশেষের পার্টি মানেই আনন্দের মেলা। এই সময়টাতে নানা রকম স্ন্যাকস এবং খাবারের আয়োজন করা হয়। আর এই আয়োজনে অন্যতম আকর্ষণ হলো চিকেন হরিয়ালি কাবাব।
চিকেন হরিয়ালি কাবাব তৈরি করা খুবই সহজ। এটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। তাই আপনি চাইলে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই কাবাব।
*চিকেন হরিয়ালি কাবাবের রেসিপি*
উপকরণ:
* চিকেন কিউব বোনলেস (৩০০ গ্রাম)
* টক দই (১ কাপ)
* ধনেপাতা কুচি (১ কাপ)
* পুদিনাপাতা (আধ কাপ)
* কাঁচা লঙ্কা (৩ টে)
* গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ)
* আদা ও রসুন বাটা (২ টেবিল চামচ)
* লেবুর রস (১ টেবিল চামচ)
* কাবাব কাঠি (প্রয়োজন অনুযায়ী কয়েকটি)
* গলানো মাখন (আধ কাপ)
* নুন (আন্দাজমতো)
প্রণালী:
১. প্রথমে মিক্সিতে ধনেপাতা কুচি, পুদিনাপাতা, কাঁচালঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে।
২. একটি বড় পাত্রে চিকেন কিউব গুলি নিয়ে তাতে টকদই, ধনেপাতা, পুদিনাপাতা পেস্ট এবং আদা ও রসুনবাটা, নুন, লেবুর রস সব উপকরণ ভালো করে মিশিয়ে চিকেন ২ ঘন্টা বা তার বেশি ম্যারিনেট করে রাখতে হবে।
৩. ২ ঘণ্টা বাদে চিকেন কিউবগুলোকে বার করে কাবাব কাঠির মধ্যে ঢুকিয়ে গলানো মাখন ব্রাশ করে গ্যাস ওভেনে গ্রিল স্ট্যান্ড বসিয়ে চিকেন সমেত কাবাব কাঠি গুলিকে বসিয়ে এপিঠ-ওপিঠ করে খুব ভালো করে সেঁকে নিতে হবে।
৪. অথবা প্রিহিটেড ওভেনে গ্রিল মোডে ১৬৫ ডিগ্রি ফারেনহাইটে ১০ থেকে ১৫ মিনিট গ্রিল করে নামিয়ে নিতে হবে।
*ছাতু-ধনে চিকেন কাবাবের রেসিপি*
উপকরণ:
* চিকেন কিমা (৫০০ গ্রাম)
* ধনেপাতা-রসুন-লঙ্কা-গোটা গোলমরিচ একসঙ্গে পেস্ট হবে
* রোস্টেড ছাতু
* পিঁয়াজ বাটা
* লেবুর রস
* নুন
* মিঠে আতর
* গোলমরিচগুঁড়ো
* সাদা তেল
* ঘি
প্রণালী:
১. নুন, লেবুর রস, ধনেপাতা বাটার মিশ্রণ দিয়ে চিকেন কিমা ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখুন।
২. তারপর প্যানে তেল গরম করে পিঁয়াজ বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে ম্যারিনেটেড চিকেন দিন। পরিমাণমতো নুন। সেদ্ধ হয়ে গোলমরিচগুঁড়ো দিয়ে মাখো মাখো করে নিন। তেল ছাড়লে বুঝবেন হয়ে গেছে। নামানোর আগে মিঠে আতর ছড়ান।
৩. এবার বাইন্ডিংয়ের জন্য রোস্টেড ছাতু দিয়ে মেখে নিন।
৪. ঠান্ডা স্টিকে কাবাবের আকারে গড়ে রাখুন।
৫. এবার তাওয়ায় ঘি ব্রাশ করে এপিঠ-ওপিঠ ভেজে নিন।