বাংলা সিনেমার বক্স অফিস আয়ের চিত্র দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। দক্ষিণী সিনেমার তুলনায় বাংলা সিনেমাগুলোর আয়ের অঙ্ক খুবই কম। এই অবস্থার জন্য দর্শকদের দ্বিচারিতাকে দায়ী করছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।
অঙ্কুশ বলেন, “বাংলা সিনেমার দর্শকদের ভয়ংকর একটা দ্বিচারিতা রয়েছে। তারা একদিকে বাংলা সিনেমাকে ভালোবাসে, অন্যদিকে অন্য ভাষার সিনেমা হলেও হলে চলে যায়। দক্ষিণী সিনেমার দর্শকরা কিন্তু তাদের সিনেমার জন্য অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করে। তারা ভালোবাসার টোকেন হিসেবে তাদের প্রাপ্য সম্মান আর জায়গা দেয়।”
অঙ্কুশের মতে, বাংলা সিনেমার তারকা, নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করে সম্মান এবং যথাযথ স্থান আদায় করার জন্য। কিন্তু দর্শকরা সেই প্রচেষ্টাকে সমর্থন করে না।
বাংলা সিনেমার এই দুর্দিনে দর্শকদের দায়িত্বের কথা তুলে ধরে অঙ্কুশ বলেন, “নেটদুনিয়ায় মাঝেমধ্যেই লম্বা হ্যাজ নামিয়ে প্রতিবাদী রব ওঠে- ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান।’ কিন্তু মুশকিলটা হচ্ছে, বাংলার প্রেক্ষাগৃহে যদি বাংলা সিনেমাই ব্রাত্য থাকে কিংবা উদ্ভট স্লট পায়, তাহলে দর্শকদের পাশে দাঁড়ানোর সুযোগটা কোথায়?”