বড়দিনের আগেই বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান এবং প্রভাস। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডাঙ্কি’। একদিন বাদে অর্থাৎ ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান – সিজ়ফায়ার’।
দুই ছবিই বড় বাজেটের এবং দুজনেই জনপ্রিয় তারকা। তাই মুক্তির আগেই শুরু হয়ে গেছে জোরদার প্রচারণা। তবে ছবি মুক্তির আগেই টিম ‘সালার’-এর একটি বড় পদক্ষেপ নিয়ে আলোচনায় উঠে এসেছে।
সূত্রের খবর, ‘সালার’ নাকি মুক্তি পাচ্ছে না দক্ষিণের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলিতে। শোনা যাচ্ছে, ছবির পরিবেশনার ক্ষেত্রে ‘ডাঙ্কি’-কে নিয়ে পক্ষপাত করছেন বড় বড় হলগুলো। ‘ডাঙ্কি’ নাকি গোটা ভারত জুড়ে প্রভাব খাটাচ্ছে। হলগুলিতে সব কটি শোতেই চলবে ‘ডাঙ্কি’।
সমতা বিঘ্নিত, পাশপাশি বাণিজ্যিক ক্ষতির দিকটা মাথায় রয়েছে টিম ‘সালার’-এর। সূত্রের খবর, প্রথমে নাকি মাল্টিপ্লেক্সগুলিই শুধু ‘ডাঙ্কি’ তরফদারি করছিল। কিন্তু শোনা যাচ্ছে, এখন নাকি সিঙ্গল স্ক্রিনগুলিকেও জোর দেওয়া হচ্ছে শুধুই ‘ডাঙ্কি’-এর শো রাখার। তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছে টিম ‘সালার’। তাই খানিকটা নাকি গোঁসা করেই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণের বড় বড় মাল্টিপ্লেক্স চেন যেমন আইনক্স, পিভিআর, মিরাজে মুক্তি পাবে না এই ছবি।