রবিবার, ছুটির দিন। কলকাতা চলচ্চিত্র উৎসবের নন্দন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। সন্ধ্যা ৭টার স্লটে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ ছবিটি দেখার জন্য ছিল সবচেয়ে বেশি ভিড়। এই ছবিটি পূর্বভারতে এখনও পর্যন্ত কোথাও দেখানো হয়নি। তাই কলকাতায় ছবিটির পূর্বভারতের প্রিমিয়ারও হল বলা চলে।
নিরাপত্তারক্ষীরা দরজা বন্ধ করে দেওয়ার পর দর্শকদের সঙ্গে তাদের বচসা হয়। এরপর সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেকে আহত হয়েছেন।
চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী বলেন, ‘‘প্রতিদিনই ভিড় হচ্ছে। চলচ্চিত্র উৎসবে সেটাই কাঙ্ক্ষিত। সেখানে ‘কেনেডি’ র মত ছবি সবাই দেখতে চাইবেন। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। তাঁদের ধৈর্যচ্যুতি ঘটা স্বাভাবিক। কিন্তু আমরা নিরুপায়। একটা সময়ের পর দর্শকাসন ভরে গেলে আমাদের দরজা বন্ধ করে দিতে হয়। পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে।’’
এই ঘটনায় চলচ্চিত্র উৎসবের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আয়োজক কর্তৃপক্ষের উচিত হবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া।