বলিউডের তিন তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগনকে গুটখা বিজ্ঞাপনের জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতরের তরফে এই নোটিস পাঠানো হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে গুটখার বিজ্ঞাপন নিয়ে আদালতের যে নির্দেশ জারি হয়েছিল, সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছিল যে, গুটখার বিজ্ঞাপনে কোনও তারকাকে ব্যবহার করা যাবে না।
আবেদনকারী আইনজীবীর অভিযোগের ভিত্তিতে এলাহাবাদ হাই কোর্ট কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবকে নোটিস পাঠায়। সেই নোটিসের জবাবে কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দফতর শাহরুখ, অক্ষয় ও অজয়কে শোকজ়ের নোটিস পাঠায়।
নোটিসে তাদের তিনজনকে আগামী ৯ মের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অন্য দিকে, এই গুটখা সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও অমিতাভ বচ্চনের অভিনীত বিজ্ঞাপন দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ অমিতাভ। তিনিও সংস্থাকে নোটিস পাঠিয়েছেন।
কী বলা হয়েছে নোটিসে?
নোটিসে শাহরুখ, অক্ষয় ও অজয়কে তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।আপনি কি জানতেন যে, গুটখার বিজ্ঞাপনে তারকাদের ব্যবহার করা যাবে না?আপনি কি জানতেন যে, এই বিজ্ঞাপন আদালতের নির্দেশ অমান্য করে?আপনি কেন এই বিজ্ঞাপনে কাজ করেছেন?