বাঙালি দর্শকদের কাছে একেনবাবু মানেই অনির্বাণ চক্রবর্তী। ওয়েব সিরিজ় থেকে শুরু করে বড় পর্দায়, একেনবাবু চরিত্রে অভিনয় করে অনির্বাণ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এবার বছরের শেষে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘টুংকুলুং-এ একেন’। সিরিজ়টি নিয়ে অনির্বাণের আশা-আকাঙ্ক্ষা জানতে চাইলে তিনি বলেন, “একদিকে তো আমি খুবই উত্তেজিত। কারণ, একেনবাবু চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া মানেই আমার কাছে এক মহার্ঘ্য। অন্যদিকে, একটু ভয়ও হচ্ছে। কারণ, দর্শক একেনবাবুর থেকে একঘেয়েমি হয়ে যাবেন কি না, সেটা একটা চিন্তার বিষয়। তবে আমি আশা করি, দর্শক সিরিজ়টি পছন্দ করবেন।
সিরিজ়টিতে একেনবাবুকে এবার জঙ্গলে অভিযানে দেখা যাবে। একেনের সঙ্গী থাকবেন সোমক এবং সুহোত্র। সিরিজ়টিতে থাকছে একেনবাবুর নতুন নতুন মজার কাণ্ড।
একেন ছাড়াও অনির্বাণ অন্যান্য চরিত্রেও অভিনয় করছেন। ‘প্রধান’ ছবিতেও তিনি খল চরিত্রে অভিনয় করছেন। খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতা থাকা সত্ত্বেও ‘বগলামামা’ ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি। এই বিষয়ে অনির্বাণ বলেন, “আমি এখনও ছবিটি দেখিনি। কারণটা আমি জানি না। হয়তো বগলামামা চরিত্রটি দর্শকদের কাছে খুবই পরিচিত ছিল বলেই তারা এটিকে গ্রহণ করতে পারেনি। তবে আমি আশা করি, ‘প্রধান’ ছবিটি দর্শকদের মন জয় করবে।”
অনির্বাণ জানান, বর্তমানে তিনি বেশ ব্যস্ত। একের পর এক কাজের জন্য তাকে ছুটি পাওয়া যায় না। তিনি বলেন, “আমি এই পেশায় একটা অনিশ্চয়তা মাথায় রেখে ঝাঁপ দিয়েছিলাম। কারণ, আমার চারপাশের পরিচিত কেউই এই পেশার সঙ্গে যুক্ত নন। অভিনয় করতে ভাল লাগে, এটুকুই। খুব যে আত্মবিশ্বাসী ছিলাম, সেটাও নয়। সেখানে এখন মঞ্চ থেকে শুরু করে ছবি, ওয়েব সিরিজ়— সব মাধ্যমে অভিনয় করতে পারছি, সেটা ভাল লাগছে এবং অনেক কিছু শিখতে পারছি।”
অল্প সময়ে এতটা জনপ্রিয়তা পেয়ে অনির্বাণ মনে করেন যে, তিনি ইন্ডাস্ট্রিতে কোনও হিংসের পাত্র নন। তিনি বলেন, “আমি তো শুরু থেকেই এক জন ‘আউটসাইডার’। এত কাজ করেছি তো সুযোগ পেয়েছি বলে। আর যাঁরা সুযোগ দিয়েছেন, তাঁরা তো কেউ আমার পরিচত ছিলেন না। ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত আমি যে ভালবাসা পেয়েছি, তাতে এ রকম কোনও নেতিবাচক ধারণা আমার মনে দানা বাঁধেনি।”