কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মধ্যে একটি বড় অংশের আগ্রহ ছিল দক্ষিণী সুপারস্টার কমল হাসনের প্রতি। কিন্তু উদ্বোধনী মঞ্চে তারকাকে না দেখে অনেকেরই মন খারাপ হয়েছিল।এর আগে ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কমল। মমতার সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও কারও অজানা নয়। কিন্তু এবার কেন গরহাজির রইলেন অভিনেতা?
নবান্ন সূত্রে খবর, কমল হাসন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন যে চেন্নাইয়ের একাধিক এলাকা মিগজাউম ঘুর্ণিঝড়ের জন্য বন্যার কবলে পড়েছে। বিমানবন্দরও জলমগ্ন। তাই এই মুহূর্তে তিনি বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকাই তাঁর কর্তব্য মনে করছেন।
চিঠিতে কমল আরও জানিয়েছেন, খুব দ্রুত সময় করে মমতার সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে চলতি কলকাতা চলচ্চিত্র উৎসবের সার্বিক সাফল্য কামনা করেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।কমল হাসনের অনুপস্থিতিতে নেতাজি ইন্ডোরে উপস্থিত দর্শকদের অনেকেই আশাহত হয়েছেন। তবে অভিনেতার সিদ্ধান্তের কথা শুনে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। তাঁরা মনে করেন, এই মুহূর্তে মানুষের পাশে থাকাই কমলের দায়িত্ব।