ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সিরিয়ালের পাশাপাশি তিনি একজন সফল মডেল এবং অভিনেত্রী। সম্প্রতি তিনি টলিউডের এক নম্বর নায়ক দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করছেন। ছবির মুক্তির আগের দিন ট্রেলার রিলিজ করেন সৌমিতৃষা। কিন্তু সেই ট্রেলার রিলিজের পরই শুরু হয় সমালোচনা।
সৌমিতৃষা ট্রেলার রিলিজের পর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “এই ডিসেম্বর হয়ে উঠুক প্রধানময়! Releasing 22 ডিসেম্বর। #Pradhan।”
এই পোস্টে সৌমিতৃষার বানান ভুল এবং বাক্য গঠনের ভুলের জন্য তাঁকে সমালোচনা করা হয়। অনেকেই বলেন যে, ডিসেম্বরের বানান ভুল এবং releasing-এর পর on বসাতে হয়। কেউ কেউ আবার বলেন যে, সৌমিতৃষার ইংরেজির জ্ঞান খুবই কম।
সৌমিতৃষার বানান ভুল এবং বাক্য গঠনের ভুলের জন্য তাঁর ভক্তরাও দুঃখ প্রকাশ করেন। অনেকেই বলেন যে, সৌমিতৃষা খুবই মিষ্টি মেয়ে, কিন্তু ইংরেজিতে তাঁর দক্ষতা নেই।
সৌমিতৃষার এই ভুলের জন্য তাঁর ভক্তরাও দুঃখ প্রকাশ করেছেন। তারা আশা করছেন যে, সৌমিতৃষা ভবিষ্যতে আর এমন ভুল করবেন না।