ভারত

“সোনিয়া আমাকে কখনোই প্রধানমন্ত্রী বানাবেন না”, প্রণব মুখার্জিকে নিয়ে লেখা গ্রন্থে বিতর্কের আঁচ!

 

 

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের লেখা ‘প্রণব, মাই ফাদার: এ ডটার রিমেম্বার্স’ গ্রন্থে প্রকাশিত হয়েছে একটি তথ্য। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকার গঠিত হবে, সেই সময় শর্মিষ্ঠা বাবা প্রণবকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটা। জবাবে প্রণব সটান জানিয়েছিলেন, “উনি আমাকে কখনও প্রধানমন্ত্রী করবেন না।” এই ‘উনি’ সোনিয়া গান্ধী।

শর্মিষ্ঠা লিখেছেন, তাঁর বাবা আরও বলেছিলেন, “সোনিয়া গান্ধী আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ তিনি চান একজন দক্ষ ও নির্ভরযোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হোন। আর আমি সেই ব্যক্তি নই। আমি একজন আদর্শবাদী রাজনীতিবিদ। আমি সবসময় দেশের উন্নতির কথা চিন্তা করি। কিন্তু সোনিয়া গান্ধী চান একজন বাস্তববাদী রাজনীতিবিদ প্রধানমন্ত্রী হোন।”

এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি সোনিয়া কিংবা মনমোহন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ ছিল প্রণবের? শর্মিষ্ঠা লিখেছেন, তাঁর বাবা পরিষ্কার জানিয়েছিলেন, তাঁকে প্রধানমন্ত্রী না করার কারণে সোনিয়া কিংবা মনমোহন কারও প্রতিই কোনও ক্ষোভ বা অভিমান ছিল না তাঁর।

প্রণব মুখোপাধ্যায়ের দিনলিপি ও মেয়ের কাছে করা নানা স্মৃতিচারণই বইয়ের তথ্য জুগিয়েছে শর্মিষ্ঠাকে। প্রকাশিত হওয়ার আগেই আলোচনা শুরু হয়েছে বইটি নিয়ে। বইয়ে প্রণবের রঙিন রাজনৈতিক জীবনের কোনও অজানা অধ্যায় উঠে আসে তা জানতে মুখিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.