গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে উগ্র পৌরুষ, নরীবিদ্বেষ ও অমূলক হিংসার উদ্যাপন দেখানো হয়েছে, এমন অভিযোগ করেছেন দর্শক ও সমালোচকরা।
ছবিটি বক্স অফিসে সফল হলেও বিতর্কের ঝড়ে সেটি কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা আমির খানের একটি ভিডিও। সেই ভিডিওতে আমির খান ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিগুলিকে কটাক্ষ করেছেন।
ভিডিওতে আমির বলেন, ‘‘এমন কিছু আবেগ আছে, যার মাধ্যমে দর্শককে উত্তেজিত করা খুব সহজ। তাদের মধ্যে একটি হচ্ছে হিংসা। অন্যটি হল যৌনতা। যে সব পরিচালক আদপে মেধার ধার ধারেন না, তাঁরা যে কোনও পরিস্থিতি নিয়ে তার মধ্যে হিংসা আর যৌনতা ঢুকিয়ে দর্শককে মাতিয়ে রাখতে চান। কারণ তাঁদের মধ্যে গল্প বলার প্রতিভা নেই। তাঁদের মনে হয়, হিংসা আর যৌনতা দেখালেই ছবি সফল। আমি মনে করি, এটা আদপে ভুল ধারণা। হতে পারে, তাঁরা কিছু সময়ের জন্য সাফল্য পাচ্ছেন, তবে তাতে শেষে সমাজেরই ক্ষতি হয়।’’
আমির খানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা বলেন, ‘‘আমি আমির খানের একজন বড় ভক্ত। তাঁর কথা আমি সম্মান করি। তবে আমি মনে করি, তিনি আমার ছবিটি পুরোপুরি দেখেননি। ছবিটি দেখলে তিনি বুঝতে পারবেন যে, এটি শুধুমাত্র হিংসা ও যৌনতার উপর ভিত্তি করে নির্মিত হয়নি। ছবিতে এমন অনেক বিষয় রয়েছে যা দর্শকদের ভাবাবেগকে নাড়া দেবে।’’