অধীর রঞ্জন চৌধুরী তাকে শনিবার দিন মুখ্যমন্ত্রীর মুখ করে দাঁড় করিয়েছিলেন। তিনি তার অবসরের পর রাজনীতির ময়দানে নাম লেখাতে পারেন বলে এমনই জল্পনা দেখা গিয়েছে। রবিবার তাকে দেখা গেল পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী সম্মেলনে মঞ্চে সিপিএম দের সঙ্গে। সেখানেই এক দিকে রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায় অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মঞ্চের মধ্যে মনি হয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতির কথা অনুযায়ী রাস্তায় রাস্তা দেখাবে আর সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। তার কথায় কেউ অধিকার দেয় না বরং অধিকার কেড়ে নিতে হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেতৃত্বে বেশ কিছু তাবোড় তাবর নেতারা আপাতত জেল হেফাজতে রয়েছেন।
যোগ চাকরিপ্রার্থীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ চেয়ে বসে রয়েছেন। এরকম ব্যক্তির বক্তব্য যে লোকে আগ্রহ সহকারে শুনবেন সেটাই স্বাভাবিক। ইতিমধ্যেই সিপিএম নেতাদের মাঝে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।