গত বছরে মাধ্যমিক পরীক্ষায় গ্রাফ পেপার নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। জানা গিয়েছে বহু জায়গায় পরীক্ষার্থীরা গ্রাফ পেপার পায়নি। তাই তারা হাতে গ্রাফ একে পরীক্ষা দিয়েছিলেন।
এবার গ্রাফ পেপারের বিভ্রান্তি আটকাতে সকল পরীক্ষাত্রীদের দেয়া হবে গ্রাফ পেপার তারা যে যা প্রয়োজন মতন গ্রাফ পেপার ছেড়ে কাজে লাগাবেন। এক পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আলাদা করে গ্রাফ পেপার প্রত্যেকটা স্কুলে পৌঁছাচ্ছে না সেই কারণে বিভ্রান্তি হচ্ছে তাই প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দিয়ে পাঠানো হলে তাদের বিভ্রাট কম হবে।
রামানুজ জানান শুধু অংকে নয় ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রেও মানচিত্র প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া হবে। সেই পাতা সমাধান করে উত্তরপত্রের সঙ্গে যোগ করে দিতে পারবেন। প্রত্যেক পরীক্ষাতে কোড নম্বর আলাদা থাকবে এতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা কম।