জামিন পাওয়া সত্ত্বেও এখনো জেল থেকে মুক্তি পাচ্ছেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করলেন। তাকে এই মামলায় ছয় ডিসেম্বর আদালতে পেশ করা হবে। হাইকোর্ট থেকে এই দিন অন্য একটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
সিবিআই আবার অন্যদিকে জামিন আটকাতে তৎপর ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফিরে জামিনে আটকাতে আলিপুর আদালতে দারস্ত হন। তার ফলে তাকে 6 ডিসেম্বর পর্যন্ত জেনেফাজতেই থাকতে হবে।
কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হন। তিনি প্রায় ১০ বছর এই দায়িত্ব পালন করেছেন। গত বছরেই তার মেয়াদ ফুরায় সেই জন্যই জল্পনা চলছিল তার জায়গায় অন্য কাউকে দেওয়া হবে নাকি তাকে এই দায়িত্ব আবারো দেয়া হবে। এরই মাঝে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়ায়। গত বছরের 15 ই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের শর্ত অনুযায়ী তিনি জামিন পেয়ে গেলেও সিবিআই তাকে ফের গ্রেফতার করলো।