কোথাও লেখা ‘ch’ আবার কোথাও লেখা ‘ডি আই’ পুরো নিয়োগ মামলার উদ্ধার করতে একাধিক ইংরেজি অক্ষর নজর কারে। একাধিক কোড ডিকোড করতে আরও এক মন্ত্রীর নাম হাতে এসেছে ইডির। এই সাংকেতিক অক্ষরের মধ্যেই মন্ত্রীর নাম লুকিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। আপাতত বর্তমান ও প্রাক্তন দুই মন্ত্রী রয়েছে তদন্তের নিচে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের নাম সামনে আসায় সূত্র ধরে অয়ন শীলের নাম প্রকাশ্যে আসে। তদন্তকারীরা দিস্তা দিস্তা পাতা ওয়েমারসিটের পাওয়া যায়। তদন্তকারীরা সেখানেই বেশ কিছু কোড পান।
ইডি এবং সিবিআই দুইজন মন্ত্রী ফেরাত এবং রথীনকে জেরা করলেও তা সত্বেও তাদেরকে দপ্তরে যেতে দেখা যায়নি। ঈদের দপ্তরে একাধিকবার তলপ করা হয়েছে টিটাগরের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত রায়চৌধুরী সহ অনেককেই।