ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা শান্তাকুমারন শ্রীসন্থের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। কেরলের এক যুবক শ্রীসন্থ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে শ্রীসন্থের দুই সহযোগী রাজীব কুমার এবং ভেঙ্কটেশ কিনি কেরলের সতীশ গোপালন নামে এক ব্যক্তির কাছে এসে দাবি করেন যে তারা শ্রীসন্থের সঙ্গে মিলে একটি ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তুলতে চান। সতীশের কাছ থেকে তারা ১৮.৭০ লাখ টাকা নিয়েছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এই অ্যাকাডেমি কর্নাটকের কল্লুরে তৈরি হওয়ার কথা ছিল। সতীশকে এই অ্যাকাডেমির অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেকারণেই তিনি এই বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেন।
তবে সময় পেরিয়ে গেলেও সেই অ্যাকাডেমির কাজ কিছুই এগোয়নি। তাই সতীশ শ্রীসন্থ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ দায়ের করেন। এই ধারায় প্রতারণার অভিযোগে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এই অভিযোগের বিষয়ে শ্রীসন্থের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তিনি তা দিতে রাজি হননি।
এই অভিযোগের ফলে শ্রীসন্থের ক্রিকেট জীবনে ফের একবার অন্ধকার নেমে আসতে পারে। এর আগে ২০১৩ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীসন্থকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।