প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই এই ঘোষণা করেন তিনি।
সৌরভের হাতে একটি চিঠি তুলে দিয়ে মমতা বলেন, “আজ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি বাংলার গর্ব। তিনি বাংলাকে বিশ্বময় পরিচিত করেছেন। তিনি আমাদের রাজ্যের অর্থনীতির উন্নতির জন্য কাজ করবেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলার সম্ভাবনা তুলে ধরবেন। আমি আশা করি সৌরভ আমাদের কাজে সাহায্য করবেন।”
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারি ভাবে নিয়োগপত্র দেবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সৌরভ এই দায়িত্ব পালনের জন্য রাজ্যের কোনও অর্থ নেবেন না।
বাংলাদেশে বাম জমানায় কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন না। তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে প্রথম উদ্যোগী হন মমতা। প্রথম বার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের দূত বানান তিনি। এ বার নিয়োগ করলেন সৌরভকে। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। মমতাও এ দিন শাহরুখ প্রসঙ্গ উত্থাপন করেননি।
এর আগে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসাডর ঘোষণা করেছিলেন মমতা। তবে মঙ্গলবার মমতা যা বলেন তাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে বাছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করেন, সৌরভের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের মাধ্যমে বাংলার ব্র্যান্ড ইমেজকে আরও উজ্জ্বল করা সম্ভব হবে।