অফবিট

জানতেনই না অন্তঃসত্ত্বা! তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে সন্তান প্রসব করলেন তরুণী

 

তার শরীরে অন্তঃসত্ত্বা হওয়ার কোন উপসর্গই ছিল না। মাসিক ঋতুচক্র বন্ধ হয়নি। কুড়ি বছরের যুবতী হাসপাতালে ভর্তি হলে পুত্র সন্তানের জন্ম দিলেন। তিনি শুক্রবার জ্বর পেটে ব্যথা নিয়ে কান্না হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পূর্ব বর্ধমানের কালনার এক যুবতীর সন্তান প্রসবের কথা শুনে কপালে চোখ উঠেছে অনেকেরই। শুধু তাই নয় কালনা মহকুমা হাসপাতালে এমন ঘটনা বিরল বলে মনে করছেন।

কালনার গ্রামের এই বাসিন্দার নাম প্রিয়া ক্ষেত্রপাল। আরেকটি দেড় বছরের সন্তান রয়েছে। পরিবারের সদস্যরা জানান ওই যুবতীর নতুন করে অন্তঃসত্তা হয়ে পড়ার কোন লক্ষনই তারা দেখেননি। ওই বধুর মধ্যে গর্ভবতী হওয়ার পর যে শারীরিক লক্ষণ গুলি দেখা যায় তাও বোঝা যায়নি।

হঠাৎ করেই শুক্রবার রাতে প্রিয়ার পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা প্রিয়া গর্ভবতী কিনা দেখাতে তা নেগেটিভ আসে কিন্তু প্রিয়া যে অন্তঃসত্ত্বা তা চোখ এড়ায়নি চিকিৎসকদের। কালনা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ পীযূষ কান্তি দাস ও অভয় চাঁদ না বুঝতে পারেন প্রিয়া অন্তঃসত্তা হয়েছেন। এরপরেই সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম দেয়া হয়। বিশেষজ্ঞরা এঁকে কৃত্ত প্রেগনেন্সি বলে জানান। এক্ষেত্রে যদিও কোন প্রেগনেন্সির লক্ষণ থাকে না। খুবই বিরল এই ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.