বিএনআই অর্থাৎ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির ওপর নির্ভরতা কমিয়ে সবচেয়ে বেশি সেরিব্রাল স্ট্রোকের প্রাণ বাঁচালো এই হাসপাতাল। এমন সাফল্যে সত্যিই কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, উৎসবের মরশুমে অর্থাৎ অক্টোবরে ১২ জন স্ট্রোক রোগীকে এই হাসপাতাল সুস্থ করেছে। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেউ প্যারালাইজড হয়ে যায়নি।
দ্বিতীয় হল বিদ্যাসাগর হাসপাতাল এবং তৃতীয় ক্যানিং সাব ডিভিশন হাসপাতাল। এই দুটি হাসপাতালে গত মাসে ১১ এবং ৯ জন রোগীকে সুস্থ করেছে। সেরিব্রাল রোগীদের সুস্থ করতে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি হল এক নম্বর হাসপাতাল। যেকোনো রোগীকে সুস্থ করার জন্যই এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
হাসপাতালে সুপার ধীরেশ রায় এই কথায় বলেন এই সাফল্যের নেপথে রয়েছে রোগীর পরিবারের সচেতনতা হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা।