মহুয়াকে ঘিরে বিতর্কের মধ্যেই গুরু দায়িত্ব দিল দল। বাংলার শাসক দল সোমবার রাজ্যের বিভিন্ন জেলার সংগঠনিক বৈঠকের তালিকা প্রকাশ করেছে। সেখানেই কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে মহুয়াকে। চাপড়ার বিধায়ক কে চেয়ারপারসন করা হয়েছে। ধন্যবাদ জানিয়েছেন মহুয়া দলের এই সিদ্ধান্তে তার টুইটারের এক্স হ্যান্ডেইলে।
পাশাপাশি তিনি এই সিদ্ধান্তকে ক্যাঙ্গারু কোট বলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন এতে তিনি বিন্দুমাত্র অবাক হননি। বৃহস্পতিবার মহুয়া মৈত্রের লোকসভা পদ খারিজের জন্য এথিক্স কমিটি লোকসভার স্পিকার এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ডিসেম্বরে ৪ তারিখ থেকে শুরু হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন। সেইখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সে যাই পরিস্থিতি হোক না কেন সব রকম ভাবে লড়াই করতে প্রস্তুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সেটা প্রতিটা পদক্ষেপেই বুঝিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন এই ধরনের কর্ম করে তাকে কোনভাবেই দমানো যাবে না।