রাজা কৃষ্ণ মেনান পরিচালিত ছবি পিপ্পা শুক্রবার মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এক জোটে প্রতিবাদ শুরু হয়েছে এই ছবিতে কাজী নজরুল ইসলামের কাড়ার ওই লৌহ কপাট গানটির বিকৃতি সুর করা নিয়ে। সংগীত পরিচালক এ আর রহমানের এই কাজের জন্য প্রতিবাদ তুলেছেন। কিন্তু রবিবার পর্যন্ত ছবি নির্মাতা থেকে শুরু করে এ আর রহমান কারোর পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।
এই ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর সোমবার বিকেলে এই বিতরকের কথা মাথায় রেখেই একটা ছবি নিয়ে বিতর্ক দিলেন। এই প্রসঙ্গে তারা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। সমাজ মাধ্যমের পাতায় লেখা রয়েছে,’ এই গানকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে প্রযোজক পরিচালক এবং সংগীত পরিচালক নজরুল পরিবারে পক্ষ থেকে প্রয়োজনীয় সত্য নেওয়ার পরে শিল্পের খাতিরে এই গানটি তৈরি করেছেন।’
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে নজরুল ইসলামের সৃষ্টিকে তারা যথেষ্ট শ্রদ্ধা জানিয়েছেন। এরই সঙ্গে পুত্রবধূ কল্যাণী কাজী এবং পুত্র কাজী অনির্বাণ এর সব রকম সত্য নিয়ে ই সৃষ্টি করা হয়েছে। পুত্র কাজী অনির্মাণে পক্ষ থেকে জানানো হয়েছিল এই গানের সুর বদলানো যাবে না।