দিল্লি আবারও দীপাবলীর পরে ফের দূষণের চাদরে ঢাকলো। দেদার বাজি পড়ছে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে। গোটা শহর তারপর থেকেই ধোয়াশায় ঢেকে গিয়েছে। সোমবার রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্সে মান খুবই খারাপ। শুধু তাই নয় কেন্দ্রীয় নির্দেশ অনুসারে তামিললাড়ু উত্তর প্রদেশের বাতাসের মান খুব খারাপ।
একটি বেসরকারি সংস্থার তাবেই দীপাবলীর পরের দিন সাড়ে ছটা নাগাদ সকাল বাতাসের মান ৫০০ গণ্ডি পেরিয়েছে। তাদের মধ্যে দিল্লি সবচেয়ে দূষিত রাজ্য। দিল্লির বাতাসের মার আরো ধীরে ধীরে খারাপ পথে চলেছে। এমনিতেই কথা কয়েক দিন ধরে দিল্লিতে বাতাসের মান খারাপ যাচ্ছিল।
সেই পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম কোর্ট বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল। কিন্তু সেই শিশু আদালতের নির্দেশ উপেক্ষা করেই দেদার বাজি ফেটেছে চারিদিকে। দীপাবলি পরের দিনে আবার ধোঁয়াশায় থেকে গিয়েছে দিল্লি, দূষণের চাদরে।