বিশ্বভারতী ফলক বিতর্কের মাঝেই বিদ্যুৎহীন। কার যত উৎসবের মেজাজ বিশ্বভারতীতে উপাচার্যের রদবদলের ঘোষণায়। বিদ্যুৎহীন অধ্যাপকেরা মিষ্টিমুখ করতে ব্যস্ত। এবারের বিদ্যুৎ চক্রবর্তীর পদে সঞ্জয় মল্লিক। তিনি কলা ভবনের অধ্যক্ষ। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসূচি অশোক মাহাতো জানান বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে তাই বলা বিভাগের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক এই পদে আসবেন।
কিন্তু এই সঞ্জয়ের মল্লিক আসলে কে? তিনি কি বিশ্বভারতী প্রাক্তনী? তার গবেষণা আধুনিক চিত্রকলায় গুরুত্ব পেয়েছিল। এছাড়াও সঞ্জয় মিনিয়েচার পেন্টিং নিয়েও রয়েছে গবেষণা। তার একাধিক গবেষণা পত্র রয়েছে এছাড়াও বেশ কয়েকটি গল্পের তিনি লেখক। সঞ্জয় ১৭ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন বিশ্বভারতীতে।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপ হাজরা দাবি করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ বেশি দিন নয়। তা পাকাপাকি ভাবে সোনা না গেলেও কানাঘুষা সোনা গিয়েছিল। ফলক বিতর্ক নিয়ে কম জল বলা হয়নি এর জল অনেকদূর গড়িয়েছে।