গতকালই ছত্রিশগড়ে নির্বাচনী ভোটের আগে কংগ্রেসকে মহাদেব ব্যাটিং অ্যাপ এর জন্য দাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তার দাবি মুখ্যমন্ত্রী বাঘের তাকে দেশ ছেড়ে দুবাইতে যাওয়ার জন্য বলেছেন। ভোটের আগে এমন বিস্ফোরক অভিযোগে বেশ অস্বস্তিতে কংগ্রেস।
ছত্রিশগড়ের কংগ্রেসকে দাগালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি। রায়পুরে দুদিন আগে বড়সড় অভিযান চালানো হয়েছে। বিপুল পরিমাণে নগদ টাকা সেখান থেকে পাওয়া গিয়েছে। লোকে বলছে এই টাকা জুয়ারীদের। এতগুলো টাকার জবাব দিতে হবে। আসল যে দোষী সে দুবাইয়ে বসে।
প্রধানমন্ত্রীর এমন বাণীর পরেই অভিযুক্ত শুভম সোনি দুবাই থেকে একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। একাধিক পোস্ট করেছেন বাগেলের বিরুদ্ধে। তুমি জানালেন মুখ্যমন্ত্রী বাগেলের নির্দেশে তিনি দুবাই গিয়েছেন তিনি এই মহাদেব ব্যাটিং অ্যাপে প্রকৃত মালিক।