কলকাতা পুলিশ বিশ্বকাপের টিকিট বিক্রির বিতর্কে সিএবিকে নোটিশ দিল। টিকিট বিক্রির পোর্টাল বুক মাই শো কেও নোটিশ পাঠানো হয়েছে। চলতি বিশ্বকাপের সাধারণ মানুষকে টিকিট বিক্রির সুযোগ না দিয়েই সরিয়ে দিয়েছেন বিসিসিআই এবং সিএবির কর্তারা। কালোবাজারে বিক্রির দায় অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায়।
তার ভিত্তিতেই বুক মাই শো এবং সিএবিকে নোটিশ পাঠানো হয়েছে। আপাতত এই অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ। আগামী পাঁচই নভেম্বর ইডেন গার্ডেনসে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। প্রথম থেকেই এই টিকিট বিক্রির চাহিদা ঊর্ধ্বমুখী। ক্রিকেট প্রেমীদের দাবি টিকিট কিনতে চেয়েও কিনতে পারেনি তারা। এক ক্রিকেটপ্রেমীর অভিযোগ বুক মাই শোয়ে সাধারণ মানুষের জন্য যে টিকিট বরাদ্দ হয়েছিল তা কালো বাজারে বেশি মুনাফা পাওয়ার জন্য সরিয়ে ফেলা হয়েছে।
এই অভিযোগ দায়ের হতে দুই নভেম্বর পুলিশ সিএবির কর্তাকে তলব করছে। আবার বুক মাই শো এর কর্তা কেউ ডাকা হয়েছে একই দিনে। দুই পক্ষকেই ময়দান থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কারণ তিনি 900 টাকা টিকিট চার হাজার টাকায় বিক্রি করছিলেন। তার থেকে মোট ১৬ টি টিকিট পাওয়া গিয়েছে।