মহুয়া তার জন্মদিনে কয়েক বছর আগে দুবাই ভিত্তিক ব্যবসায়ী হীরানন্দানীর কাছে আইশ্যাডো ও লিপস্টিক উপহার হিসেবে পেয়েছিলেন। সম্পূর্ণ ভিত্তি হিন্দু কোটি টাকার নগদ নেয়ার যে অভিযোগ উঠেছিল। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া এমনই দাবি করলেন। তিনি দাবি করলেন দর্শন তাকে বন্ধু হিসাবে উপহার হিসেবে দিয়েছিলেন এই জিনিস এ ছাড়াও মুম্বাইয়ে গেলে তার জন্য বিমানবন্দরে গাড়িও পাঠাতেন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিল্লার কাছে জানতে চেয়েছেন মহুয়া মিত্রের প্রশ্ন নিয়ে। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের তোলা প্রশ্ন মহুয়া মিত্রের বিরুদ্ধে কতটা সত্যি তা নিয়ে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো দুবাই কেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানীর হলফনামা।
লোকসভার এথিক্স কমিটি আগামী 31 অক্টোবর মহুয়াকে ডেকে পাঠিয়েছে। এই চিঠি শুক্রবার পাওয়ার পর মহুয়া কমিটির চেয়ারম্যান বিনোদ সোনাকর কে লিখিতভাবে জানান ওই দিনকে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ ওই দিন তার লোকসভা কেন্দ্রে বিজয় সম্মেলনী রয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত পুন নির্ধারিত কর্মসূচি রয়েছে। ৫ নভেম্বর থেকে তাকে যে কোনদিন ডাকলে তিনি যেতে পারবেন।