চলতি বছর পূজোয় চারটি ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিগুলির ফলাফল এখন হাতে চলে এসেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ ছবিটি বক্স অফিসে দৌড়ে খানিকটা পিছিয়ে পড়লেও লোকমুখে বেশ প্রশংসা কুরিয়েছে। পরিচালকদের অনুরাগীরা প্রথম থেকেই জানতেন এই ছবিটি তাদের ঘরানার নয়।
কিন্তু সাফল্য কোন পথে এলো? জানালেন শিবপ্রসাদ। পরিচালক শিবপ্রসাদ জানালেন। তিনি চেয়েছিলেন লকডাউনের সময়ের পর ওই ছবিগুলি আর পরে থাকুক চায়না। এই ছবিটি করতে সময়ে লেগেছে, বাজেট বেশি ছিল। রক্তবীজ ছাড়াও অনেক ছবি তার ঝুলিতে আছে।
দর্শকদের এই ছবিটা বেশ ভালো লেগেছে এর চেয়ে বেশি প্রত্যাশা নেই তাদের। তার কথা অনুযায়ী একদিকে যেমন পুজো ছিল অন্যদিকে রয়েছে ভাই বোনের নাটকীয়তা। তবে পরিচালক হিসেবে শিবপ্রসাদের একটু হলেও হতাশা হয়েছে কারণ মাল্টিপ্লেক্স গুলোতে সেই ভাবে তার শো পাইনি