তাদের ২০১০ সাল থেকে এক সঙ্গে পথ চলা। একসঙ্গে তারা এই ১৩ বছরে আটটি ছবি করে ফেলেছে। এখনো পর্যন্ত পুজোতে দশম অবতার মুক্তি পেলে মোট ৯টি ছবি একসঙ্গে হবে। কোন নায়ক নায়কা নয় তবে প্রসেনজিৎ এবং সৃজিত মুখোপাধ্যায়ের জুটি দর্শকদের বেশ পছন্দের। যারা একসঙ্গে অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, জাতিস্মরের মতন হিট ছবি দর্শকদের উপহার হিসেবে দিয়েছে।
বেশ কিছুদিন আগেই দশম অবতারের ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বয়সে শ্রবণ ভিঞ্চি দা এবং খানিকটা দ্বিতীয় পুরুষের মারকাটারই সংলাপ শোনা গিয়েছে। প্রসেনজিতের কথা অনুযায়ী সৃজিত দারুণ সংলাপ লেখে তিনি এমন সংলাপ লেখেন হাততালি পড়তে বাধ্য। সৃজিতের কোন কথা বলতে গেলেই প্রসেনজিতের গলায় স্নেহের সুর ভাসে।
চলতি বছরটা প্রসেনজিতের জন্য খুবই ভালো তাকে অনেক রকম চরিত্রে এ বছর দেখা গিয়েছে। কখনো কাবেরী অন্তর্ধান, শেষপাতা, স্কুপ আবার জুবিলির মতন ছবিতে। এবারে দর্শক দশম অবতারের প্রবীর কে দেখার জন্য মুখিয়ে রয়েছে। প্রসেনজিতের কথায় এমন কিছু কিছু চরিত্র থাকে যা দ্বিতীয়বারের জন্য আর করা যায় না যেমন বাল্মিকী বা কৌশল তবে তিনি বাইশে শ্রাবণে প্রবীরকে ফুটিয়ে তোলার জন্য দ্বিতীয়বারের জন্য বয়সে শ্রবণ দেখেননি।