এবারে পুজোয় সরকারি বাসগুলি বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চতুতি থেকে নবমী পর্যন্ত পরিষেবা দেবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় বাস নামার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ১৮ থেকে ২৩ শে অক্টোবর পর্যন্ত বাসের ড্রাইভার কন্ট্রাক্টর ছাড়াও সমস্ত রকমের জরুরি পরিষেবা বিভাগে ছুটি বাতিল করা হয়েছে।
মহালয়ার আগেই অনেক বড় বড় পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। তাই রাতের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়তে পাড়ার কথা মাথায় রেখেই সরকারি বাস গুলির গুরুত্বপূর্ণ রুট অনুযায়ী চলবে। পুজোর দিনগুলিতে সকালের দিকে থেকে এসি বাসের পরিষেবা কিছুটা দেরিতে শুরু হতে পারে। সপ্তমী থেকে নবমীর মধ্যে বিমানবন্দরে ভলভো বাস কিছুটা রাতের দিকে দেরিতে ছাড়তে পারে। প্রতিদিন গড়ে ৪৫০ টি বাস রাতে ছুটবে।
রাজ্য পরিবহন নিগমের তরফ থেকে উত্তর দক্ষিণ কলকাতা ইএম বাইপাস নিউ টাউন বারাসাত সংলগ্ন রুট ছাড়াও স্প্লানেট থেকে ডানলপের মধ্যে বিশেষ শার্টেল চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।