বুধবার সন্ধ্যায় সল্টলেকের বিজেপি দফতরে ধুমধুমার কান্ড। বেশ কিছুক্ষণ ধরে দলের একাংশ ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীরা রীতিমতো হিমশিম হয়ে পড়েন সামলাতে গিয়ে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান তিনি জানেন না ঠিক কি ঘটেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটা মোটেই ঠিক হয়নি।
বুধবার দিন সল্টলেকে বিজেপির দপ্তরে বারাসাতে বিজেপি সংগঠনের প্রায় ২৫ জন কর্মী পৌঁছে যায়। তাদের মূল অভিযোগ জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষের বিরুদ্ধে। দলের মধ্যে যারা সক্রিয় তাদেরকেই কোণঠাসা করে দেওয়া হচ্ছে বলে তারা বিক্ষুব্ধ তাদের বক্তব্য জেলা সভাপতি সেটিং করে দল পরিচালনা করছেন।
বুধবার দিন বিজেপি কর্মীরা দপ্তরে পৌঁছে স্লোগান দেন তরুণ হাটাও বিজেপি বাঁচাও। সেই সময় অনেকেই দেখা যায় পাঁচিল টপকে দপ্তরে ঢোকার চেষ্টা করছিল। শ্রমিক জানিয়েছেন সেই গোষ্ঠীর কথা সব শুনবেন কিন্তু তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা মোটেই কাম্য নয়।