ওয়াহিদা রহমানের কেরিয়ার জীবনে উল্লেখযোগ্য ছবি হলো গাইড। ১৯৬৫ সালে ওয়াহিদা রহমানের বিপরীতে ছিলেন দেবানন্দ। এই ছবিটি তৈরি হয়েছিল আর কে নারায়নের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে। একসময় সত্যজিৎ রায় এই গাইড ছবিটি পরিচালনা করার পরিকল্পনা করেছিলেন। এই ছবি প্রসঙ্গে ওয়াহিদা তার মতামত জানিয়েছিলেন।
সত্যজিৎ রায় পরিচালিত অভিযান 1962 সালে মুক্তি পেয়েছিল। সেই ছবিতে গোলাবি চরিত্রে অভিনয় করেছিলেন ওয়াহিদা। অভিনেত্রী জানান গাইড ছবিতে অভিনেত্রী হিসেবে ওয়াহিদা কে পছন্দ করেছিলেন। দক্ষিণী নায়িকারা নৃত্যে পারদর্শী হন বলেই এমনটাই মনে করতেন পরিচালক। সেই কারণে মুখ্য চরিত্র হিসেবে সত্যজিৎ ওয়াহিদাকে পছন্দ করেছিলেন।
কিন্তু দেবানন্দ প্রযোজক হিসাবে চেয়েছিলেন এই ছবি সত্যজিৎ রায় বিজয় আনন্দ পরিচালনা করুক। অভিনেত্রী ওয়াহিদা এখনো মনে করেন সত্যজিৎ যদি এই গাইড ছবিটি পরিচালনা করতেন তাহলে দর্শকদের কাছে অন্যরকম ভাবে প্রকাশ হতো।