ভারতীয় একইভাবে হামলা চালানো হবে যেভাবে ইসরাইলে পেলিসনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম বিগ্রেড যেভাবে কুড়ি মিনিটের পাঁচ হাজার রকেট দিয়ে বিধ্বস্ত করেছে বিস্তর অংশ। এমনই নয়া দাবী করেছেন মঙ্গলবার ভিডিওতে গুরুপদবন্তম সিংহ পান্নুন। সেই ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়ে জানান ভারত যদি পাঞ্জাবের দখলদারি কারেন্ট রাখতে চাই তাহলে ভারতের পরিণতিও এমনটাই হবে।
পাঞ্জাবের আমজনতার কাছ থেকে তাদের মতামত নিতে প্রস্তুত পান্নুন। তাই ভারতকেই বেছে নিতে হবে সে ব্যালেট চায় নাকি বুলেট। খলিস্তানি নেতা হরদীপ সিংহ নির্ঝরের খুনের পর থেকেই ভারত এবং কানাডার কূটনৈতিক টানাপোড়ন চলছে। ভারতে নিষিদ্ধ এবং খলেস্তানি এস এফ যে সম্প্রতি কালে আমেরিকা ব্রিটেন এবং কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভ দেখিয়েছে।
উল্লেখ্য এসএফজে ভারত ব্রিটেন এবং কানাডায় সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন। কেন্দ্র ২০১৯ সালের ১০ই জুলাই এস এফ জে কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র ২০২০ সালে সংগঠনের নেতা পান্নুকে জঙ্গি ঘোষণা করেন। ভারত সরকার কানাডা সরকারকে পাননের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বললেও তাতে কোন সদুত্তর মেলেনি।